সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আলমডাঙ্গায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজের উদ্বোধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাইপ লাইন স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী)  দুপুর ১২ টার দিকে  বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প'র আওতায় আলমডাঙ্গা পৌরসভায় ৩৬.৪৫ কি.আমি. পাইপ লাইন স্থাপন ও ৫.২৭ কি.আমি. নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।                                  
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গণু,  বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প'র  প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল,আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী,আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খুস্তার জামিল,যুগ্ন-সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,মাসুদুজ্জামান লিটু,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন,চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক,উপজেলা ছাত্রলীগের সভাপতি ভাইস-চেয়ারম্যান সালমুন আহামেদ ডন,আলমডাঙ্গা পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

একুশেসংবাদ/আহসান/অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর