সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গৌরীপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২২ জানুয়ারি, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান। তিনি ওইদিন উপজেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কার্যক্রম, শালীহর ছায়ানীড় আশ্রয়ন প্রকল্প, আমার বাড়ি আমার খামার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় উপকারভাগীদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে মিলিত হন।  

বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান সকাল ১০ টায় গৌরীপুর ইউএনও’র কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পপের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। 

 এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ মহিনুল হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ডু, জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ মান্নান, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য-সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান প্রমুখ। 

একুশে সংবাদ/হুমায়ুন /অমৃ

সারাবাংলা বিভাগের আরো খবর