সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ত্রিশাল কুড়াগাছা রাস্তার বেহাল দশা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১১ জানুয়ারি, ২০২১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০ নং মডবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কুড়াগাছা গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার জনগণ গত কয়ক বছর ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সবচেয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ৬ নং ওয়ার্ডের জনগণকে। একটু বৃষ্টি  হলেই রাস্তগুলো এমন কাদাময় হয় যে এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেটে চলাচল করা দুরুহ ব্যাপার। 

কুড়াগাছা গ্রামের কয়েকটি বেহাল রাস্তা যে গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে  থাকে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এ রাস্তা ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। একটুখানি বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে উঠে, মানুষ ঘর থেকে বের হতে পারে না। এ গ্রামের রাস্তার দূরাবস্থার কারণে কৃষকগণ তাদের উৎপাদিত শস্য,ধান, শাক সবজি হাটবাজারে নিয়ে যেতে পারে না। বৃষ্টির দিনে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চরম ভোগান্তির শিকার হয়। 

এই বিষয়ে গ্রামের বেশ কয়েকজন মানুষের সাথে কথা বললে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।  তারা জানান, এমনিতেই দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়া হয় না,তার মাঝে মাছ,মাছের পোনা,রেনু বহনকারী ট্রাকের চলাচলের জন্য রাস্তায় কাদা,পানি আর খাল খন্দের সৃষ্টি  হয়। এতকিছুর ফলেও জনপ্রতিনিধিদের কোনো ভ্রুক্ষেপ না থাকায় হতাশা ব্যক্ত করেন তারা। 

মডবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, রাস্তাটি করার জন্য প্রস্তুতি চলছে, আগামী জুন-জুলাই এর মধ্য হবে ইনশাআল্লাহ।   

একুশে সংবাদ/ ই.ন.ম/এস

সারাবাংলা বিভাগের আরো খবর