সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পঞ্চগড়ে পাঠানো হলে ভোট গ্রহনের সরঞ্জাম 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২০

আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডের ১৫ টি কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটিং সরঞ্জাম ও ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম)। 

আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় চত্বর থেকে এসব সরঞ্জাম ও ইলেক্ট্রিক ভোটিং মেশিন কেন্দ্রগুলোতে পাঠানো হয়। এসময় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনছার বাহিনীর উপস্থিতে জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর ১৫ টি কেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে সরঞ্জাম গুলো হস্তান্তর করেন। 

জেলা নির্বাচন অফিসার জানান, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৩ জন,সংরক্ষিত তিনটি মহিলা ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৬ জন ও ৯টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর পদে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন । বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে ।

একুশে সংবাদ/ডি.ব/এস
 

সারাবাংলা বিভাগের আরো খবর