সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বোদা মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ০৫:১২ পিএম, ১ ডিসেম্বর, ২০২০

বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বোদা উপজেলায় হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের মার্চ মাস হতে ৩০ নভেম্বর পর্যন্ত এই ৯ মাস পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে লড়াই করে ১ ডিসেম্বর বোদা উপজেলা পাক হানাদার মুক্ত হয়।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বোদা একুশ স্মৃতি পাঠাগারের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, প্রফেসার মনিসংকর দাস গুপ্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমি, উচীচীর সাধারণ সম্পাদক রাহুল ঘোষ, বোদা উপজেলা প্রেসক্লাাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান লিটন প্রমুখ।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর