সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জয়পুরহাটে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৯ নভেম্বর, ২০২০

বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। অনির্দিষ্টকালের কর্মবিরতীর ধারাবাহিকতায় রবিবার সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে জয়পুরহাট সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জয়পুরহাট শাখার সভাপতি মোঃ আল-মোস্তাছিদ জুয়েল, সাধারণ সম্পাদক এম.কে রুবেল, সাংগাঠনিক সম্পাদক সোহেল রানা, স্বাস্থ্য সহকারী রাবেয়া খাতুনসহ অন্যান্যরা। কর্মবিরতীতে তাদের নিয়োগবিধি সংশোধন সহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তম গ্রেডে উন্নতিকরণ করার দাবি জানান। 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন শুরু করে তারা।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর