সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে চিকিৎসকের জরিমানা

প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৪ নভেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে এক চিকিৎসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  সোমবার (২৩ নভেম্বর)  সন্ধা ৬টায় ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম।

এ সময় দিনাজপুর প্যারালাইসিস ও প্রতিবন্ধী চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র এন্ড আলতাফুন নেছা জেনারেল হাসপাতালের ফিজিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আরিফুর রহমানকে জরিমানা করা হয়।
 
আরিফুর রহমান দীর্ঘ কয়েকমাস যাবত পৌর এলাকার আজাদমোড়ে একটি মেডিসিন ফার্মেসীতে প্রতি সোমবার চিকিৎসা সেবা প্রদান করতেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম জানান, ডাঃ আরিফুর রহমান ফিজিও থেরাপি বিভাগের চিকিৎসক।

রোগীদেরকে ফিজিও থেরাপি সংশ্লিষ্ট চিকিৎসা সেবা দিতে গেলে বিশেষ কিছু চিকিৎসা যন্ত্রাদির প্রয়োজন হয়। কিন্তু তিনি কোন ইনস্ট্রুমেন্টস ছাড়াই নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছিলেন। তাই তাকে অর্থ জরিমানা করা হয়েছে।

একুশে সংবাদ/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর