সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে নিহত ৯

প্রকাশিত: ১০:০০ এএম, ১৯ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ট্রলি উল্টে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সোনামসজিদের বারিকবাজার এলাকার একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, মো. কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু এবং বাকিদের নাম জানা যায়নি। এদিকে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। তারা ট্রলিতে ধানের বস্তার ওপর বসেছিলেন। পরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বারিকবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রলিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে ধানের বস্তার নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

একুশে সংবাদ/যু/এআরএম

সারাবাংলা বিভাগের আরো খবর