সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পেটের দাগ দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত করলেন ভাই

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২০ পিএম, ২ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মারা গেছেন কে এম মিনহাজ উদ্দিন (২৬)। পেটে অস্ত্রোপচারের দাগ থেকে বড় ভাই আমিনুল ইসলাম তার মরদেহ শনাক্ত করেন।

শনিবার (২ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে মিনহাজের মরদেহ ভাই আমিনুলকে বুঝিয়ে দেওয়া হয়।

রমনা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় দগ্ধ মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনহাজের ভাই ঘড়ি ও পেটের অস্ত্রোপচারের দাগ দেখে মৃতদেহ শনাক্ত করেন। তবে আরেকটি পরিবার মরদেহ দাবি করায় মিনহাজের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিনহাজের ছোটবেলায় পেটে একটি অস্ত্রোপচার হয়েছিল। তার সামনের কয়েকটি দাঁত উঁচু ছিল। হাতে ছিল তারই দেওয়া একটি ঘড়ি।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের দাগ, দাঁত ও হাতঘড়ি দেখে ভাইকে শনাক্ত করেন আমিনুল। তবে আরেকজন দাবি করায় মরদেহ বুঝে পেতে তাদের সময় লেগেছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে ‍‍`গ্রিন কোজি কটেজ‍‍` নামে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
 

রাজধানী বিভাগের আরো খবর