সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শাহজাহানপুরে বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২১ জানুয়ারি, ২০২৪

রাজধানীর শাহজাহানপুর এলাকার খেলার মাঠে উচ্ছেদ অভিযান চালানোর সময় এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও পরিদর্শক অপারেশন মাইদুল ইসলামসহ পাঁচ জন আহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মেহেদী হাসানকে (২৪) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। বাকিদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ মেহেদী হাসান বলেন, দুপুরের দিকে শাহজাহানপুর খেলার মাঠ থেকে বস্তি উচ্ছেদ করার সময় হঠাৎ বস্তিবাসী সিটি কর্পোরেশন ও পুলিশের ওপর হামলা চালায়। বস্তিবাসীর হামলা ঠেকাতে আমরাও গুলি চালাই। এসময় একটি গুলি এসে আমার বাম পায়ে লাগে। পরে আমাকে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসক আমাকে ১০২ ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শাজাহানপুর খেলার মাঠ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মেহেদী হাসান নামে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। বর্তমানে ১০২ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন ওই পুলিশ সদস্য।

জানতে চাইলে শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চালানোর সময় বস্তিবাসী পুলিশ ও সিটি কর্পোরেশনের লোকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় আমি ও আমার থানার পরিদর্শক (অপারেশন) মাইদুল ইসলামসহ ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হই। মাইদুল ইসলামের মাথা ফেটে যায়। আমিসহ পুলিশের অন্য সদস্যরা বর্তমানে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ছাড়া এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা

রাজধানী বিভাগের আরো খবর