সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢামেকে মোবাইল চোর চক্রের ৪ নারী সদস্য আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে মোবাইল চোর চক্রের ৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—হাসিনা বেগম (২১), সুমাইয়া (২২), তানিশা (২৪) ও বিথী (২৩)।

ভুক্তভোগী তানজিলা ইসলাম বলেন, ‘হাসপাতালে আমি চিকিৎসা নিতে এসেছিলাম। বহির্বিভাগ থেকে মুহূর্তেই আমার মোবাইলটি নিয়ে হাওয়া হয়ে যায় নারী চক্রটি। পরে ওই নারী চক্রের চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এর মধ্যে আমার মোবাইলটিও রয়েছে।’

ঢামেক হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ম্যান উজ্জ্বল বলেন, ‘আজকে বহির্বিভাগ থেকে প্রায় ১০ থেকে ১৫ জনের মোবাইল চুরি হয়েছে গেছে। পাঁচটি মোবাইল তাদের কাছে পাওয়া গেলেও বাকি মোবাইলগুলো পাওয়া যায়নি।’

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার উজ্জ্বল বেপারী বলেন, ‘রাজধানীসহ সারা দেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার রোগী ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে আসেন। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের কাছ থেকে মুহূর্তের মধ্যেই মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় প্রতারক চক্রটি। সিসিটিভি ক্যামেরা দেখে, চোর চক্রের এক নারীকে আটক করা হয়। পরে ওই নারীর দেওয়া তথ্য মতে হাসপাতালের বিভিন্ন জায়গা থেকে আরো তিন নারী চোর চক্রের সদস্যকে আটক করি। তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে চোর চক্রের চার নারী সদস্যকে থানায় নিয়ে এসেছি। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। আমাদের কাছে অনেকেই অভিযোগ করেছে আজকে তাদের বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে পাঁচটি উদ্ধার হলেও বাকি মোবাইল গুলো উদ্ধার হয়নি। আটক চার নারী চোর চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদ চলছে।’

 

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

রাজধানী বিভাগের আরো খবর