সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খিলগাঁও আবাসিক কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৭ মে, ২০২৩

এম হাফিজ. খিলগাঁও সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

আবুল কালাম আজাদ সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কল্যাণ সমিতির ২০২৩-২০২৬ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে।

 

সোমবার (১৫ মে) সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা আক্তার ডলির স্বাক্ষরিত ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটির তিন বছর মেয়াদে অনুমোদন দেয়া হয়।

 

সোমবার সন্ধ্যায় খিলগাঁও কর্মকর্তা-কর্মচারী আবাসিক কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতা শাহাদাত হোসেন সাদু। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ভবন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক ছাত্রনেতা রিয়াদ আমিন,বিশিষ্ট নাট্যকার অভিনেতা সিরাজুল ইসলাম খোকন।

 

উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল কালাম আজদ, শহীদুল ইসলাম শহীদ।

 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাদু বলেন, আজ থেকে দায়িত্ব আপনাদের আপনারা কলোনির উন্নয়নে কাজ করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি সাবের হোসেন চৌধুরী ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন। আমি কলোনি বাসির সুখ দুঃখে পাশে ছিলাম পাশে থাকব ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই এ কলোনিতে আমার বেড়ে ওঠা আপনারা আমার বড়ই আপন জন। এই কলোনী আমার আবেগের জায়গা। আপনাদের প্রতিটি কাজে আপনাদের পাশে থাকতে পেরে নিজেকে গর্ববোধ করি।

 

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি-১সৈয়দ আলমগীর হোসেন, সহ-সভাপতি ২ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিউল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাহিত্য পাঠাগার সম্পাদক ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক এম এ হান্নান, মহিলা সম্পাদিকা মাসুদ আক্তার রুনা, কার্যকারী সদস্য আনোয়ার হোসেন, শামসুল আলম, ইউনুস আলী, রুহুল আমিন, হেমায়েত উল্লাহ, লিয়াকত আলি, জুয়েল সরকার, আব্দুল মতিন, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান, আব্দুল গনি, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান, মাসুদ করিম, বেগম মেরিনা আফরোজ, মিসেস পরশমণি, সাইদুল ইসলাম।

 

অনুমোদিত কমিটি ঘোষণার সময় অত্র কলোনি বরাদ্দ প্রাপ্ত সদস্যগণ ও স্থানীয় বাসিন্দা, ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত প্রমুখ ছিলেন।

 

একুশে সংবাদ/জাহাঙ্গীর

রাজধানী বিভাগের আরো খবর