সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মহানবীকে কটূক্তি, ইবিতে ফের বিক্ষোভ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১১ জুন, ২০২২
ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) কটূক্তির প্রতিবাদে ফের বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে মানববন্ধনে মিলিত হয়। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা এর আয়োজন করে।

এসময় তাদের হাতে ‘নবীজী (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে’, ‘নুপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা মোহাম্মদের উম্মত’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়। এসময় বক্তারা বলেন, রাসূলের অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি। অনতিবিলম্বে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও পরে একই স্থানে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি সাধারণ শিক্ষার্থীরা। এতে অন্যান্য মুসল্লিরাও অংশ নেন।

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই

ক্যাম্পাস বিভাগের আরো খবর