সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৭ কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সূচি ২য় দফায় পরিবর্তন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১১ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষ ২০১৯-২০ সেশনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ও ২৭ অক্টোবরের পরীক্ষা ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সোমবার (১১ অক্টোবর ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ক্রমধারায় প্রকাশিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচিতে উল্লেখিত ১৭ অক্টোবর ২০২১ তারিখের পরীক্ষা উক্ত তারিখের পরিবর্তে ২৫ অক্টোবর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এবং ২৭ অক্টোবরের পরিসংখ্যান নন-মেজর (Stat NM-101) পত্রকোডের পরীক্ষা উক্ত তারিখের পরিবর্তে ২৮ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত হবে। এছাড়া অনার্স প্রথম বর্ষ-২০২০ (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুরু হয়েছিল অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। পূজা থাকায় ১২ অক্টোবরের পরীক্ষা পরিবর্তন করে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

একুশে সংবাদ/হুমায়ুন/আর

ক্যাম্পাস বিভাগের আরো খবর