AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একাদশে নেই জামাল, অভিষেকে মাঠে নামলেন সমিত সোম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৫ পিএম, ১০ জুন, ২০২৫

একাদশে নেই জামাল, অভিষেকে মাঠে নামলেন সমিত সোম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। কারণ, গ্রুপ ‘সি’-তে চার দলেরই রয়েছে সমান এক পয়েন্ট—ফলে জয় পেতে মরিয়া দুই দলই।

তবে বাংলাদেশের শুরুর একাদশে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে। তার জায়গায় জাতীয় দলের হয়ে অভিষেকে মাঠে নেমেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম।

সম্প্রতি জাতীয় দলে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নতুন করে আশার সঞ্চার করেছে সমর্থকদের মধ্যে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সমিত সোমের মতো খেলোয়াড়রা ফুটবলে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। আজকের ম্যাচ সেই নবযাত্রারই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা ও জামাল ভূঁইয়া। একাদশে নতুন করে জায়গা পেয়েছেন শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয় ও সমিত সোম।

জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে আজকের ম্যাচ শুধু জয় নয়, ভবিষ্যৎ দল গঠনের দিক থেকেও হতে পারে একটি স্মরণীয় মাইলফলক।

বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সমিত সোম, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

 

একুশে সংবাদ/আ.ট / এ.জে

Link copied!