AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক দিনেই শিরোপা জিতলেন মেসির তিন ছেলে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
এক দিনেই শিরোপা জিতলেন মেসির তিন ছেলে

ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন আর্জেন্টাইন ‍সুপারস্টার। এবার একদিনে তিনটি শিরোপা এসেছে মেসির ঘরে।২০২২ সালে কাতার বিশ্বকাপে সোনালী ট্রফিতে যখন চুমু আঁকলেন, এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে।  তবে সবকিছু ছাঁপিয়ে এইটুকু জীবনে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কাছে আজকের দিনটা যে একটু বেশিই স্পেশাল। নিজে তো শিরোপা জয়ের আনন্দ পেয়েছেন অনেক। এবার নিজের ছেলেদের শিরোপা জয়ে তার আনন্দটা হয়তো একটু ভিন্নরকম। কারণ এক দিনেই শিরোপা জিতেছেন তার তিন ছেলে। 

মেসির বড় ছেলে থিয়াগো মেসি ওয়েস্টন কাপের শিরোপা জিতেছেন অনূর্ধ্ব-১৩ দলের হয়ে। দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনূর্ধ্ব-১১ দলের হয়ে। এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে। মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসিসহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তোনেল্লা রোকুজ্জো। 

শুধু এটুকুই নয়, একই দিন মেসির ছোট ছেলের চিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলেছে। সেই ভিডিওতে মেসিকে মনে করিয়ে দেওয়ার মতো একটি গোল করতে দেখা যায় চিরোকে।ভিডিওতে দেখা যায়, মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে প্রতিপক্ষের বক্সকে লক্ষ্য করে বল নিয়ে দৌড়াতে শুরু করেছে চিরো। শুরুতে বাধা দিতে আসেন প্রতিপক্ষের এক খেলোয়াড়, কিন্তু ড্রিবল করে তার বাধা পেরিয়ে যায় চিরো মেসি। 

কিছু দূর এগিয়ে গেলে তাকে আটকানোর জন্য এগিয়ে আসেন আরও একজন খেলোয়াড়। তবে তাকেও কোনও পাত্তা দেয়নি মেসির দেয়নি মেসির ছোট ছেলে। তাকেও ড্রিবল করে পেরিয়ে যায় চিরো। এরপর শেষ মুহূর্তে আরও একজন পাশ থেকে পা বাড়িয়ে চেষ্টা করে চিরোকে থামানোর, তাতেও অবশ্য কোনো কাজ হলো না। 

সবশেষ গোলরক্ষক নিজেই এগিয়ে আসেন তাকে আটকানোর জন্য। এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে মেসিসুলভ ভঙ্গিতে আলতো ছোঁয়ায় বল বাড়িয়ে দেয় পোস্টের দিকে। বল জালে জড়াতেই মেতে ওঠেন উদযাপনে। বাবাকে মনে করিয়ে দেওয়া চিরোর এই গোলে অবশ্য মেসির সঙ্গে একটি পার্থক্য আছে। এমন অসাধারণ গোলগুলো মেসি সাধারণত বাঁ পায়ে করে থাকেন, তবে চিরো করেছে ডান পায়ে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!