ইডেনে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের শেষ ম্যাচেও কলকাতা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। অর্থাৎ, বিরাট কোহলিদের বিরুদ্ধে দু’বার খেলতে নামবে কেকেআর।
২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা-বেঙ্গালুরু। এ বারের প্রতিযোগিতাও শুরু হবে তাদের খেলা দিয়েই।
শুধু বেঙ্গালুরু নয়, মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর একটি করেই ম্যাচ খেলবে।
কেকেআরের ম্যাচের তালিকা:
২২ মার্চ — কেকেআর বনাম বেঙ্গালুরু
২৬ মার্চ — কেকেআর বনাম রাজস্থান
৩১ মার্চ — কেকেআর বনাম মুম্বাই
৩ এপ্রিল — কেকেআর বনাম হায়দরাবাদ
৬ এপ্রিল — কেকেআর বনাম লখনউ
১১ এপ্রিল — কেকেআর বনাম চেন্নাই
১৫ এপ্রিল — কেকেআর বনাম পাঞ্জাব
২১ এপ্রিল — কেকেআর বনাম গুজরাট
২৬ এপ্রিল — কেকেআর বনাম পাঞ্জাব
২৯ এপ্রিল —কেকেআর বনাম দিল্লি
৪ মে — কেকেআর বনাম রাজস্থান
৭ মে —কেকেআর বনাম চেন্নাই
১০ মে — কেকেআর বনাম হায়দরাবাদ
১৭ মে — কেকেআর বনাম বেঙ্গালুরু
এই ১৪টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ হবে ইডেনে। ২২ মার্চ বেঙ্গালুরু, ৩ এপ্রিল হায়দরাবাদ, ৬ এপ্রিল লখনউ, ২১ এপ্রিল গুজরাট, ২৬ এপ্রিল পাঞ্জাব, ৪ মে রাজস্থান, ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কেকেআর। ২৬ মার্চ রাজস্থান, ৩১ মার্চ মুম্বাই , ১১ এপ্রিল চেন্নাই, ১৫ এপ্রিল পাঞ্জাব, ২৯ এপ্রিল দিল্লি, ১০ মে হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :