AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭ বছর পর মেসিকে ছাড়া ফিফার বিশ্ব একাদশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৮ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৪
১৭ বছর পর মেসিকে ছাড়া ফিফার বিশ্ব একাদশ

ফুটবল বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা। ২০০৬ সালের পর প্রথমবারের মতো ফিফাপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে জায়গা পাননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টানা ১৭ বছর ধরে ফুটবলারদের ভোটে নির্বাচিত এই একাদশে মেসি ছিলেন অপরিহার্য। তবে ২০২৪ সালে এসে ভেঙেছে সেই ধারাবাহিকতা।  

মেসির সঙ্গে একই ভাগ্য বরণ করেছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও এ দুই কিংবদন্তি খেলোয়াড় ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, তবে চূড়ান্ত একাদশে জায়গা পাননি। ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় একমাত্র মেসি ও রোনালদোই জায়গা করে নিয়েছিলেন।  

এবারের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের দাপট। রিয়াল মাদ্রিদ থেকে ৬ জন এবং ম্যানচেস্টার সিটি থেকে ৪ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। একমাত্র লিভারপুলের ভার্জিল ফন ডাইক একাদশে জায়গা করে নিয়েছেন অন্য ক্লাব থেকে।  

ফিফপ্রোর এই বর্ষসেরা একাদশ নির্ধারণে বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলাররা এই নির্বাচনের জন্য বিবেচিত হয়েছেন।  

এ একাদশ ফুটবলবিশ্বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির আধিপত্যেরই প্রতিফলন, তবে মেসি-রোনালদো যুগের অবসান নিয়ে আলোচনা চলবে আরও বহুদিন।


একুশে সংবাদ/ এস কে

Link copied!