AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলে ফিরলেন বাভুমা-কোয়েৎজে-জানসেন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৯ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
দলে ফিরলেন বাভুমা-কোয়েৎজে-জানসেন

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কনুইয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। ১১ মাস পর প্রোটিয়াদের হয়ে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজে।  

বাংলাদেশ সফরে থাকা ডেন পিয়েটের দলে জায়গা হয়নি। কেশব মহারাজ এবং সেনুরান মুথুসামি স্পিন আক্রমণ সামলাবেন। কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন এবং উইয়ান মুল্ডারের পাশাপাশি জানসেন ও কোয়েৎজের পেস বোলিং লাইনআপে আছেন।

দুই ম্যাচের প্রথমটি শুরু হবে ২৭ নভেম্বর, ডারবানের কিংসমেডে। ৫ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে গড়াবে দ্বিতীয় টেস্ট। বর্তমানে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে। ফাইনালে পা রাখতে সিরিজটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আরো দুই ম্যাচ খেলবে। আসরের ফাইনালে খেলতে হলে তাদের হাতে থাকা ৪ টেস্টের মধ্যে অন্তত তিনটিতে জিততেই হবে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কোয়েৎজে, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলদার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন এবং কাইল ভেরেইন্নে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!