AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টাইপোগ্রাফিক লোগো উন্মোচন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ এএম, ১৪ নভেম্বর, ২০২৪
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টাইপোগ্রাফিক লোগো উন্মোচন

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের জেরে চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা- এমন শঙ্কার মাঝেই ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির জন্য নতুন টাইপোগ্রাফিক লোগো উন্মোচন করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি বছর পুরুষদের পাশাপাশি প্রথমবারের মতো নারীদের চ্যাম্পিয়নস ট্রফিও অনুষ্ঠিত হবে, যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

চ্যাম্পিয়নস ট্রফির নতুন ডিজিটাল-প্রথম পরিচয়টি ক্রিকেটের অনন্য ভাষা এবং খেলোয়াড়দের জার্সির নাম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। সাহসী, উজ্জ্বল এবং মজাদার এই ভিজ্যুয়াল পরিচয় প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ পরিবেশকে ফুটিয়ে তুলেছে।

আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অনুরাগ দাহিয়া বলেন, এই নতুন ভিজ্যুয়াল পরিচয় পুরুষ ও নারীদের প্রতিযোগিতায় মজা এবং উদ্দীপনা যোগ করবে, যা চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহ্যবাহী সাদা জ্যাকেটের গৌরবকে উদযাপন করবে।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড থাকবে এবং গ্রুপ বি-তে থাকবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। বিসিসিআই পাকিস্তানে ম্যাচ অংশগ্রহণের বিষয়ে ভারতীয় সরকারের সঙ্গে পরামর্শ করছে, যার সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

প্রস্তাবিত সূচি অনুসারে, টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে, ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। ম্যাচগুলো করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। লাহোরে ফাইনালসহ ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল আয়োজন করবে এবং রাওয়ালপিন্ডি ৫টি ম্যাচসহ আরেকটি সেমিফাইনাল আয়োজন করবে।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’র প্রস্তাবিত সময়সূচি
ফেব্রুয়ারি ১৯: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (করাচি)
ফেব্রুয়ারি ২০: বাংলাদেশ বনাম ভারত (লাহোর)
ফেব্রুয়ারি ২১: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
ফেব্রুয়ারি ২২: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর)
ফেব্রুয়ারি ২৩: নিউজিল্যান্ড বনাম ভারত (লাহোর)
ফেব্রুয়ারি ২৪: পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি)
ফেব্রুয়ারি ২৫: আফগানিস্তান বনাম ইংল্যান্ড (লাহোর)
ফেব্রুয়ারি ২৬: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি)
ফেব্রুয়ারি ২৭: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (লাহোর)
ফেব্রুয়ারি ২৮: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (রাওয়ালপিন্ডি)
মার্চ ০১: পাকিস্তান বনাম ভারত (লাহোর)
মার্চ ০২: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (রাওয়ালপিন্ডি)
মার্চ ০৫ প্রথম সেমিফাইনাল: (করাচি)
মার্চ ০৬ দ্বিতীয় সেমিফাইনাল: (রাওয়ালপিন্ডি)
মার্চ ০৯ ফাইনাল: (লাহোর)


সূত্র: ক্রিকেট পাকিস্তান

একুশে সংবাদ/ এস কে

Link copied!