দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।কিন্তু দিনের শুরুতেই সাজঘরে ফিরেন ওপেনার সাদমান ইসলাম।খেলাটি সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস ও গাজী টিভি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১ রান।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মুমিনুল হক বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে দলকে চাপে ফেলেছেন। মিডল স্টাম্প বরাবর গুড লেন্থে ভালো এক ডেলিভারি করেছিলেন উইয়ান মুল্ডার, তাতে ছিল সামান্য সুইং। লেগ সাইডে খেলতে যাওয়া মুমিনুলের ব্যাটে বল হালকা ছুঁয়ে উইকেটরক্ষণ কাইল ভেরেইন্নের গ্লাভসবন্দি হয়।
তার আগে মিরপুর টেস্টের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মুল্ডারের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারি অযথাই মারতে যান সাদমান। দ্বিতীয় স্লিপে থাকা এইডেন মার্করামের ক্যাচ নিতে মোটেও বেগ পেতে হয়নি।
সোমবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগারদের হয়ে জাকের আলী অনিকের হয়েছে টেস্ট অভিষেক।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুনিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস , মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ওনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভেরেইন্নে, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন পিডট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :