দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। এমন কন্ডিশনে বাংলাদেশকে সমীহ করছেন প্রোটিয়া অধিনায়ক।
মিরপুরে বেশ ভালো সুবিধাই পাচ্ছেন প্রোটিয়ারা। এখানে এসে দিনগুলোও বেশ উপভোগ করছেন তারা। প্রোটিয়া অধিনায়ক মার্করাম বলেন, ‘মানিয়ে নেয়ার চেষ্টা করছি। ফ্যাসিলিটিস বেশ ভালো। দিনগুলো উপভোগ করছি। ক্যাম্প ভালো হয়েছে। দল হিসেবে ভালো করতে চাই সিরিজে।’
মিরপুরের উইকেট সবসময়ই স্পিনবান্ধব। এখানে স্পিনাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। এ বিষয়ে মার্করাম বলেন, ‘স্পিন নিয়ে আলোচনা হচ্ছে। দলের অনেকেই নতুন। পরের ম্যাচ এবং সাবকন্টিনেন্টে ভালো করার সুযোগ নতুনদের সামনে।’
কন্ডিশন কাজে লাগিয়ে ভালো করতে চায় প্রোটিয়া অধিনায়ক। ‘টেস্ট ইউনিট হিসেবে ভালো করতে চাই। দারুণ একটা সুযোগ ভালো করার। ভালো করতে পারলে পজিটিভ ফলাফল আসবে৷ অনেক কঠিন, তবে ভালো করতে চাই।’
এমন উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে একাধিক স্পিনার। তবে প্রতিপক্ষ দলেও রয়েছেন অভিজ্ঞ স্পিনার। মার্করাম বলেন, ‘মহারাজ অনেক অভিজ্ঞ এবং চতুর ক্রিকেটার। এই উইকেট নিয়ে জ্ঞান আছে, আমাদের পরামর্শও দিচ্ছে। উইকেট আর কন্ডিশন প্রত্যাশিতই মনে হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক আরো বলেন, ‘আত্মবিশ্বাসী আর আশাবাদী হতে চাই। আমার ধারণা আমাদের পর্যাপ্ত শক্তি রয়েছে কম্পিট করার। ব্রেভিসের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি, এখনো একটা সেশন বাকি আছে।’
সাকিব আল হাসানকে নিয়ে মার্করাম বলেন, ‘সাকিবকে ছাড়াও বাংলাদেশ দারুণ দল, কঠিন কন্ডিশন হতে যাচ্ছে। সাকিব ছাড়াও বাংলাদেশ বেশ শক্তিশালী। কঠিন চ্যালেঞ্জ হবে। নিতে চাই চ্যালেঞ্জটা। কয়েকটা দারুণ দিন হবে টেস্টের।’
তিনি আরো বলেন, ‘সাকিব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তার মুখোমুখি না হওয়াটা বড় স্বস্তি। তবে এই বিষয়ে বেশি মনোযোগ দিতে চাই না। যেমনটা বললাম, তাকে ছাড়াও দারুণ শক্তিশালী স্কোয়াড আছে।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :