এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ করার পরে আইসিসির তরফে অনন্য স্বীকৃতি পেলেন ভারতের নীতু ডেভিড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হল অফ ফেম-এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে তিন ক্রিকেটারকে হল অফ ফেম-এ অন্তর্ভূক্ত করার কথা ঘোষণা করা হয়। ভারতের নীতু ছাড়া এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক ও প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডি`ভিলিয়র্স। কুক, নীতু ও এবিডি হলেন আইসিসির হল অফ ফেম-এর ১১৩, ১১৪ ও ১১৫তম সদস্য।
কে এই নীতু ডেভিড
৪৭ বছর বয়সী নীতু ডেভিড হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার। ১৯৯৫ সালে ৭ ফেব্রুয়ারি নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় নীতুর। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার হয়ে শেষবার টেস্ট খেলতে নামেন তিনি।
১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথমবার ওয়ান ডে খেলতে নামেন নীতু। তিনি দেশের জার্সিতে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে।
ভারতের হয়ে মোট ১০টি টেস্ট ও ৯৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নীতু। টেস্টে ৪১টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৩ রানে ৮ উইকেট। ওয়ান ডে ক্রিকেটে ১৪১টি উইকেট নিয়েছেন নীতু। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৪ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ২০ রানে ৫ উইকেট। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রেলওয়েজের হয়ে মাঠে নামতেন।
উল্লেখ্য, নীতু ডেভিড হলেন ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার, যিনি আইসিসির হল অফ ফেম-এ জায়গা পেলেন। তাঁর আগে এই সম্মান পেয়ছেন কেবল ডায়না এডুলজি।
অ্যালেস্টার কুকের আন্তর্জাতিক কেরিয়ার
অ্যালেস্টার কুক ইংল্যান্ডের হয়ে ১৬১টি টেস্ট, ৯২টি ওয়ান ডে ও ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১২৪৭২, ওয়ান ডে ক্রিকেটে ৩২০৪ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬১ রান সংগ্রহ করেছেন কুক। টেস্টে ৩৩টি ও ওয়ান ডে ক্রিকেটে ৫টি সেঞ্চুরি করেছেন ব্রিটিশ তারকা।
এবি ডি`ভিলিয়র্সের আন্তর্জাতিক কেরিয়ার
এবি ডি`ভিলিয়র্স দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ান ডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৮৭৬৫, ওয়ান ডে ক্রিকেটে ৯৫৭৭ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৬৭২ রান সংগ্রহ করেছেন এবিডি। টেস্টে ২২টি ও ওয়ান ডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :