তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন মুশফিকুর রহিম। চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে তিনি এই কীর্তি গড়লেন।
তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রান সংখ্যা ১৫ হাজার ১৯২। টেস্ট শুরুর আগে মুশফিকুকের রান ছিল ১৫ হাজার ১৮৪। নতুন মাইলফলকে পা দিতে মি. ডিপেন্ডেবল নামে খ্যাত এই ব্যাটারের দরকার ছিল। মাত্র ৯ রান।
প্রথম ইনিংসে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরায় তামিমের সমান তার রান ছিল। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে দ্বিতীয় ইনিংসে ১৩ রানে সাজঘরে ফিরেছেন। সবমিলিয়ে এখন মুশফিকের রান ১৫ হাজার ২০৫।
মুশফিক ৯১ টেস্টে ৫ হাজার ৯১৩, ২৭১ ওয়ানডেতে ৭ হাজার ৭৯২ ও টি-২০ থেকে অবসরের আগে ১০২ ম্যাচে ১ হাজার ৫০০ রান করেছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :