মুস্তাফিজুর রহমানের আজ জন্মদিন। বাঁ-হাতি পেসার ক্যারিয়ারের ৯ বছর পার করেছেন। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগেও তার কদরটা রয়েছে। টাইগার ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের দল চেন্নাই সুপার কিংস।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) মুস্তাফিজের ২৯তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করেছে চেন্নাই। কাটার মাস্টারের উইকেট পাওয়ার উদযাপনের ভঙ্গিতে থাকা একটি ছবিও দলটির অফিশিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কাটারের জাদু দেখিয়ে যাও।’
আইপিএলের ১৭তম আসরে মিনি নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছিল চেন্নাই। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির আসনটা ধরে রেখেছিলেন।
চলতি বছরের শেষ দিকে হবে আইপিএলের মেগা নিলাম। তার আগেই দলগুলোকে তাদের কয়েকজন ক্রিকেটারকে রেখে বাকিদের ছেড়ে দিতে হবে। এখন পর্যন্ত মুস্তাফিজকে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :