AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে অস্ট্রেলিয়ার সিরিজ শুরু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৫ পিএম, ৫ সেপ্টেম্বর, ২০২৪
স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে অস্ট্রেলিয়ার সিরিজ শুরু

ওপেনার ট্রাভিস হেডের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড জয় দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৬২ বল বাকী রেখে ৭ উইকেটে হারিয়েছে স্কটিশদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে সবচেয়ে বেশি বল বাকি রেখে ম্যাচ জয়ের নতুন বিশ^ রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এতদিনে এই রেকর্ড দখলে ছিলো রোমানিয়ার। ২০২১ সালের জুনে গ্রিসের বিপক্ষে ১৫৮ রানের টার্গেটে ৪৩ বল বাকী রেখে ৩ উইকেটে জিতেছিলো রোমানিয়া।  

এডিনবার্গে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। জিওর্জি মুনসি ১৬ বলে ২৮, ম্যাথু ক্রস ২৭ ও অধিনায়ক রিচি বেরিংটন ২৩ রান করেন। সিন অ্যাবট ৩টি, জাভিয়ার বার্টলেট ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

জবাবে ইনিংসের তৃতীয় বলে খালি হাতে সাজঘরে ফিরেন অভিষেক ম্যাচ খেলতে নামা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর দ্বিতীয় উইকেটে স্কটল্যান্ড বোলারদের উপর তান্ডব চালিয়েছেন হেড ও অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৩৪ বলে ১১৩ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে পাওয়ার প্লেতে ৫.৪ ওভারে বিনা উইকেটে ১১৬ রান তুলে এখনও রেকর্ডের মালিক রোমানিয়া।
হেড-মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯.৪ ওভারেই ১৫৬ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়ায় দশ ওভারের মধ্যে ম্যাচ জয়ের রেকর্ড এটি।

১২ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৩২০ স্ট্রাইক রেটে ৮০ রান করেন হেড। এরমধ্যে পাওয়ার প্লেতে ২২ বলে ৭৩ রান করেছেন হেড। টি-টোয়েন্টিতে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েছেন হেড। এছাড়া পাওয়ার প্লেতে সর্বোচ্চ বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারার রেকর্ডও দখলে নিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।

তিন নম্বরে নামা মার্শের ব্যাট থেকে ৫ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ১২ বলে ৩৯ রান আসে। পাশাপাশি জশ ইংলিশ ১৩ বলে অপরাজিত ২৭ ও মার্কাস স্টয়নিস ৮ রান করেন। স্কটল্যান্ডের মার্ক ওয়াট ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন হেড।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড।
 


একুশে সংবাদ/ এস কে

Link copied!