AB Bank
ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাটলারের কারণেই চাকরি ছাড়ছেন ফ্লিনটফ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৩ পিএম, ২৩ আগস্ট, ২০২৪
বাটলারের কারণেই চাকরি ছাড়ছেন ফ্লিনটফ

ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্যাটে কোচিং স্টাফ হিসেবে যুক্ত ছিলেন দেশের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। দেশের অন্যতম সেরা সংবাদপত্র দ্য টেলিগ্রাফের তরফে জানানো হয়েছে অ্যান্ড্রু ফ্লিনটফ নাকি জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ! জাতীয় দলের কোচিং স্টাফ থেকে তাঁর ইস্তফা দেওয়া নাকি সময়ের অপেক্ষা! এমনটাই জানানো হয়েছে দ্য টেলিগ্রাফের তরফে। আর এর পিছনে নাকি দায়ী পর্দার পিছনের নাটক!

অ্যান্ড্রু ফ্লিনটফ ইংল্যান্ড দলের কোচিং স্টাফে যোগ দেন ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগ দিয়েই। অর্থাৎ কয়েক মাস তিনি জাতীয় দলের সঙ্গে কাটিয়েছেন।আর তারপরেই এই দায়িত্ব ছাড়তে চাইছেন তিনি। একটি রিপোর্ট বলছে টি-২০ দলের অধিনায়ক জস বাটলারের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক ভালো নয়। সম্প্রতি নাকি কোন একটি বিষয়ে দুই তারকার চরম কথা কাটাকাটিও হয়েছে। আর সেই কারণেই নাকি ফ্লিনটফ দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

থ্রি লায়ন্সরা শেষবার অর্থাৎ ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল।এবার তারা তাদের সেই শিরোপা ধরে রাখতে পারেনি। সেমিফাইনালে তারা জঘন্যভাবে হেরে গিয়েছিল ভারতের কাছে। পাশাপাশি সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হিসেবেও দায়িত্ব ছেড়েছেন ম্যাথু মট। টি-২০ বিশ্বকাপে ভারত ছাড়াও ইংল্যান্ড দল বড় ব্যবধানে হেরেছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দ্য টেলিগ্রাফের তরফে জানানো হয়েছে যে জস বাটলারের সঙ্গে নাকি প্রথম থেকেই সম্পর্ক ভালো ছিল না ফ্লিনটফের। বিভিন্ন বিষয়ে নাকি তাদের মধ্যে মতানৈক্য প্রথম থেকেই হচ্ছিল। ২০২২ সালে বড়সড় দুর্ঘটনা ঘটেছিল ফ্লিনটফের। তারপর এই প্রথম ইংল্যান্ডের কোচিং স্টাফ হিসেবে তিনি জনসমক্ষে এসেছিলেন।

অনেকেই আশা করেছিলেন যে ম্যাথু মটের পরিবর্ত হতে পারেন অ্যান্ড্রু ফ্লিনটফ। কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়ালো তাতে আপাতত দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি নাকি আর কয়েকদিনের মধ্যেই এই বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। অনেকে মনে করছেন মার্কাস ট্রেসকোথিকেও নাকি পূর্ণ সময়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

ইংল্যান্ডের পরবর্তী সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।এখানে তারা তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। পাশাপাশি তারা খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও। অ্যান্ড্রু ফ্লিনটফ এই মুহূর্তে দ্য হান্ড্রেডেও কোচের ভূমিকা পালন করছেন। তিনি দায়িত্বে রয়েছেন নর্দার্ন সুপার চার্জার্সের।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!