১১৩ রানে সপ্তম উইকেট পতনের পর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও অভিষেক টেস্ট খেলতে নামা মিলান রত্নানায়েকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সব উইকেট হারিয়ে ২৩৬ রান করেছে সফরকারী শ্রীলংকা। জবাবে দিন শেষে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে ইংল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ২১৪ রানে এখনও পিছিয়ে ইংলিশরা।
ম্যানচেষ্টারে গতকাল শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। শুরুর ধাক্কা সামলে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ডি সিলভা। সতীর্থদের নিয়ে চতুর্থ থেকে সপ্তম উইকেটে ১০৭ রান যোগ করেন ডি সিলভা।
১১৩ রানে ৭ উইকেট পতনের পর ইংল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ডি সিলভা ও রত্নানায়েকে। অষ্টম উইকেটে ৬৩ রান যোগ করেন তারা। টেস্ট ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের শিকার হন ৮টি চারে ৭৪ রান করা ডি সিলভা।
অধিনায়ক ফেরার পর শ্রীলংকার রান ২শ পার করেন নয় নম্বরে নামা রত্নানায়েকে। বশিরের তৃতীয় শিকার হবার আগে ৬টি চার ও ২টি ছক্কায় ৭২ রান করেন তিনি। টেস্টে অভিষেকে নয় নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রান এটি। আগের রেকর্ডটি ছিলো ভারতের বালবিন্দর সিং সান্ধুর। ১৯৮৩ সালে হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭১ রান করেছিলেন সান্ধু।
রত্নানায়েকে ফেরার পর ২৩৬ রানে থেমে যায় শ্রীলংকা। ইংল্যান্ডের ক্রিস ওকস ও বশির ৩টি করে এবং গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন।
জবাবে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ১৩ ও ডেন লরেন্স ৯ রানে অপরাজিত আছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :