AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিসিআইর দাবি নাকচ করে দিয়েছে বিসিবি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৩৩ পিএম, ১৫ আগস্ট, ২০২৪
বিসিসিআইর দাবি নাকচ করে দিয়েছে বিসিবি

এ বছর অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এ ইভেন্ট আয়োজনে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। কিন্তু বিসিসিআইর এওমন দাবি নাকচ করে দিয়েছে বিসিবি। বিসিসিআইকে নারী টি-টোয়েন্টি বিশ^কাপ আয়োজন করার ব্যাপারে কোন অনুরোধ জানানো হয়নি বলে জানিয়েছে বিসিবি। 

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগে দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। আত্মগোপনে আছেন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনসহ অনেক পরিচালক।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় পড়ে যায় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইন্ডিয়া টুডেকে জয় শাহ বলেছেন, ‘বিশ^কাপ ইভেন্ট আয়োজনের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে বিসিবি। কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। অক্টোবরে আমাদের বর্ষা মৌসুম থাকবে। আগামী বছর আমরা নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবো। পরপর দু’টি বিশ্বকাপ আয়োজন করতে চাই না আমরা।’

এ বিষয়ে  বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমরা বিসিসিআইকে এমন কোন অনুরোধ করিনি। এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।’

আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় দল। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ-ভারত আসন্ন সিরিজ নিয়েও কথা বলেন জয় শাহ। তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। তাদের সাথে এখনও কথা হয়নি। আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। নয়তো আমি তাদের সাথে যোগাযোগ করবো। আমাদের কাছে বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।’


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!