AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৫ পিএম, ১০ আগস্ট, ২০২৪
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে ম্যাচ পরিচালনা করবেন যারা

সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের  আসন্ন দুই টেস্ট সিরিজে ম্যাচ পরিচালনাকারীদের  তালিকা  প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।  রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।

বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট সিরিজে দায়িত্ব পালন করবেন আইসিসি এলিট প্যানেলের তিনজন ও আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের দু’জন আম্পায়ার। 

আসন্ন সিরিজে ম্যাচ অফিসিয়ালসদের প্রধান হিসেবে থাকবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে। সদ্য শেষ হওয়া শ্রীলংকা-ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অনন্য এক নজির গড়েছেন মাদুগালে। তৃতীয় ওয়ানডেতে বিশে^র প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন তিনি।

রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো ও দক্ষিণ আফ্রিকার  আদ্রিয়ান হোল্ডস্টোক। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। চতুর্থ আম্পায়ার থাকবেন পাকিস্তানের রশিদ রিয়াজ।

৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গফ এবং হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন কেটলবোরো। ম্যাচে চতুর্থ আম্পায়ার থাকবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব।

সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।  টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সালের চক্রে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ হারে ৩৬ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে নয় দলের টেবিলে পঞ্চমস্থানে আছে পাকিস্তান। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। শীর্ষ দু’টি স্থানে আছে ভারত ও অস্ট্রেলিয়া।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!