AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিকে কোকেন কিনে অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় গ্রেফতার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৭ পিএম, ৭ আগস্ট, ২০২৪
অলিম্পিকে কোকেন কিনে অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় গ্রেফতার

প্যারিস অলিম্পিকে মাদককাণ্ড। জড়িয়ে গেলেন এক খেলোয়াড়ও। বুধবার নিষিদ্ধ মাদক কিনতে গিয়ে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার হকি দলের সদস্য। মাদক বিক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে।তারা প্যারিস পুলিশের হেফাজতে রয়েছে।

টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। প্যারিসে তারা সেমিফাইনালেও উঠতে পারেনি। সেই হতাশা আরও বাড়িয়ে দিলেন টম ক্রেগ। নিষিদ্ধ কোকেন কেনার সময়  তাকে হাতে নাতে গ্রেফতার করেছে সেন্ট্রাল প্যারিস পুলিশ। 

প্যারিস পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘একটি আবাসনের নিচে নিষিদ্ধ মাদক বিক্রি করছিল এক যুবক। তার কাছে কোকেন-সহ বিভিন্ন রকমের নিষিদ্ধ মাদক ছিল। প্রায় ৭৫টি কাগজের মোড়ক পাওয়া গিয়েছে। সিন্থেটিক ড্রাগও পাওয়া গিয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ সেই যুবকের কাছ থেকে ১ গ্রাম কোকেন কিনতে যান ক্রেগ। সে সময় দু’জনকে হাতে নাতে ধরা হয়েছে।’’

ধৃত বিক্রেতার বয়স ১৭। অস্ট্রেলিয়ার হকি মিডফিল্ডারের বয়স ২৯। তাই নাবালকের কাছ থেকে নিষিদ্ধ মাদক কেনার অভিযোগও দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সত্যতা স্বীকার করেছে অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটিও (এওসি)। অস্ট্রেলিয়া দলের পক্ষে বলা হয়েছে, ‘‘ক্রেগ পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার প্রভাব আমাদের দলে পড়বে না। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’’

এ বারের অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়ার হকি দল। ৫২ বছর পর অলিম্পিক্সে ভারতের কাছেও হেরেছে তারা।
 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!