AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক মিনিট নীরবতা পালন করে ক্রিকেটাররা অনুশীলনে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৮ পিএম, ৭ আগস্ট, ২০২৪
এক মিনিট নীরবতা পালন করে ক্রিকেটাররা অনুশীলনে

দেশে সহিংস পরিস্থিতির কারণে ক্রিকেটারদের অনুশীলন ছিলো বন্ধ। স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা পাকিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছেন। 

টানা ৩৬ দিনের আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৩ শতাধিক মানুষ। অনুশীলন পর্বের শুরুতে সেই শহীদদের স্মরণ করেছেন ক্রিকেটাররা।শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ছিল মোনাজাত। সেই সঙ্গে ছিল এক মিনিটের নীরবতা। এরপরেই নিয়মিত অনুশীলন পর্ব শুরু করেন তারা। এদিকে ক্রিকেটারদের অনুশীলনের মাঝেই বিসিবি প্রাঙ্গণে এসেছিল সেনাবাহিনীর টহল দল। 

গতকাল মঙ্গলবার বিসিবি প্রাঙ্গণে ছিল রাজনৈতিক স্লোগান। ক্রীড়া সংগঠকরা উপস্থিত হয়ে ঘোষণা দিয়েছিলেন পরিবর্তন আনার। ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনও।

তবে আজ এমন রাজনৈতিক উপস্থিতি ঠেকাতেই যেন সেনাবাহিনীর কিছু সদস্যকে দেখা গেল বিসিবি প্রাঙ্গণে। নিয়মিত টহল দিয়েছেন তারা। এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের আভাস রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শেখ হাসিনারই আস্থাভাজন ছিলেন। একইসঙ্গে ছিলেন জাতীয় সংসদের সদস্য। গতকালই বিলুপ্ত করা হয়েছে সংসদ। এমপি পদও তাতে হারিয়েছেন পাপন। তবে ক্রিকেট সভাপতির পদে তিনিই থাকছেন আপাতত।

প্রসঙ্গত, আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের সঙ্গে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের মতো অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও যাওয়ার কথা রয়েছে।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!