AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাডমিন্টনে বাজিমাত ভিক্টর অ্যাক্সেলসেনের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৭ পিএম, ৬ আগস্ট, ২০২৪
ব্যাডমিন্টনে বাজিমাত ভিক্টর অ্যাক্সেলসেনের

ব্যাডমিন্টন কোর্টের এই মুহূর্তে নিঃসন্দেহে মহাতারকা তিনি। তিনি ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। সেমিফাইনালে তাঁর কাছেই হারতে হয়েছিল ভারতের লক্ষ্য সেনকে। এবার এই ৩০ বছর বয়সী ড্যানিশ তারকা জিতে নিলেন প্যারিস গেমসের ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গেলসে সোনা। 

গতবার টোকিও অলিম্পিক গেমসেও সোনা জিতেছিলেন তিনি। এবার সেই সোনা ধরে রেখেছেন তিনি। ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী কুনলাভুট ভিদিটসানকে। সোমবার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন চলতি প্যারিস গেমসের দ্বিতীয় বাছাই ভিক্টর অ্যাক্সেলসেন এবং আট নম্বর বাছাই তথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কুনলাভুট ভিদিটসান। প্যারিসের লা চ্যাপেল এরিনাতে এদিন হাড্ডাহাড্ডি লড়াই হল দুই প্রতিপক্ষের।

যদিও এদিন খেলার স্কোর দেখে বোঝার উপায় নেই যে কতটা কঠিন লড়াই হয়েছে দুই প্রতিপক্ষের। ম্যাচে ২১-১১, ২১-১১ ফলে দুই গেমে জিতে ম্যাচটি জিতে নেন ভিক্টর অ্যাক্সেলসেন। ৫২ মিনিটের টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা। এদিন স্টেডিয়ামে প্রচুর ড্যানিশ সমর্থক উপস্থিত ছিলেন। তাদেরকে হতাশ করেননি ভিক্টর অ্যাক্সেলসেন।

ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্য সেন হেরে যাওয়ার পরেই কোর্টে নামেন ভিক্টররা। এরপর প্রায় এক ঘন্টার লড়াই লড়তে দেখা যায় দুজনকে। পরপর দুটি অলিম্পিক গেমসে সোনা জিতে তিনি স্পর্শ করলেন চিনা কিংবদন্তি লিন ড্যানের নজির। ২০০৮ সালে বেজিং এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসে সোনা জিতেছিলেন লিন ড্যান।

অন্যদিকে ফাইনাল ম্যাচ হারলেও নজির গড়েছেন কুনলাভুট ভিদিটসান। থাইল্যান্ডের এই তারকা ব্যাডমিন্টনে দেশের হয়ে প্রথমবার পদক জয়ের স্বাদ এনে দিয়েছেন দেশবাসীকে। এদিন থাইল্যান্ডের তারকা শুরুটা ভালো করেন। তবে তাঁর ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচে ফিরে আসেন ভিক্টর অ্যাক্সেলসেন। মাত্র ২৪ মিনিটে প্রথম গেম জিতে নেন ড্যানিশ মহাতারকা। শাটেল কক নেটে লেগে উল্টোদিকে পড়ে গেলে গেম জয় নিশ্চিত হয় তাঁর।

দ্বিতীয় গেমে তাঁর উচ্চতার ফায়দা লোটেন ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁর স্ম্যাশ বারবার সমস্যায় ফেলছিল কুনলাভুট ভিদিটসানকে। অন্যদিকে ব্যাডমিন্টন থেকে প্রতিবারের মতন এবারও সবথেকে বেশি সোনা পেয়েছে চিন। মিক্সড এবং মহিলা ডাবলসে সোনা জিতেছে তারা। পুরুষ ডাবলসে সোনা জিতেছে তাইওয়ান। মহিলা সিঙ্গেলসে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার শাটলার।

একুশে সংবাদ/ এস কে  

 

Link copied!