AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্টম বাছাইকে পর্যদুস্ত করে কুস্তির সেমিতে ভিনেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩৯ পিএম, ৬ আগস্ট, ২০২৪
অষ্টম বাছাইকে পর্যদুস্ত করে কুস্তির সেমিতে ভিনেশ

পদক জয় থেকে একধাপ দূরে ভিনেশ ফোগত। এই বিভাগে অর্থাৎ কুস্তিতে দীর্ঘদিন ধরেই ভারত পদক আনতে থাকে। এবারেও কুস্তিতে পদক জয়ের আশা জাগালেন ভিনেশ ফোগত। বহুবার আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে গর্বিত করলেও এখনও পর্যন্ত অলিম্পিক্স পদক জয়ের ভাঁড়ার শূন্য তার।  

এই পরিস্থিতিতে এবারে প্যারিস অলিম্পিক্সে নেমেছিলেন ভিনেশ, আর সেখানেই জ্বলজ্বল করল তাঁর পারফরমেন্স। মঙ্গলবার ছিল ভিনেশ ফোগতের ৫০কেজি মহিলাদের কুস্তির প্রি কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শেষ ষোলোয় গতবার অলিম্পিক্স চ্যাম্পিয়নকেই মাটি ধরিয়ে দিলেন হরিয়ানা মেয়ে, কোয়ার্টারে হারালেন ইউক্রেনের আরেক প্রতিপক্ষকেও। ২৯ বছর বয়সী ভিনেশ রুদ্ধশ্বাসভাবে শেষ আটের ম্যাচ জিতে পদক জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে।

ইউক্রেনের প্রতিপক্ষ ওকসানা লিভাচকে ৭-৫ ফলে হারিয়ে মহিলাদের ফ্রি স্টাইল ৫০ কেজি বিভাগের কুস্তির সেমিতে প্রবেশ করলেন ভিনেশ ফোগত। লড়াই ছিল এখানে বেজায় কঠিন। কিন্তু সেই কঠিন ম্যাচেই স্নায়ুচাপ ধরে রেখে দুরন্ত জয় ছিনিয়ে আনলেন ২৯ বছর বয়সী এই প্রতিবাদি মুখ। শুরু থেকেই লিড ধরে রেখেছিলেন ভিনেশ, আর শেষ পর্যন্ত ইউক্রেনের প্রতিপক্ষের হাজারো চেষ্টা সত্ত্বেও লিড নিয়েই শেষ করলেন ম্যাচ।

প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউই সুসাকির বিরুদ্ধেও এক সময় পিছিয়ে ছিলেন হরিয়ানার মেয়ে। কিন্তু প্রথম অলিম্পিক্স পদক জয়ের লক্ষ্যে ছিলেন অবিচল। শেষ ৫ সেকন্ডেই খেলার ভোল বদল করে দেন কমনওয়েল্থ এবং এশিয়ান গেমসে সোনাজয়ী এই ভারতীয় কুস্তিগির। এরপর এসেছিলেন কোয়ার্টার ফাইনালে। সেখানে ইউক্রেনের প্রতিদ্বন্দীর বিপক্ষে অনবদ্য জয় ছিনিয়ে নিলেন ৭-৫ ফলে, সেই সঙ্গে শেষ চারে প্রবেশ করলেন। তাঁর এই পারফরমেন্সের ফলে কুস্তিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা বাড়ল। এমনিতে মঙ্গলবারের আগে পর্যন্ত ভারত ৫টি ইভেন্টে চতুর্থ হয়েছে প্যারিস অলিম্পিক্সে। ভিনেশের থেকে তাই দেশবাসীর আশা তিনি যেন অন্তত পদক নিয়েই ফেরেন। সেমিফাইনালে আজ রাতেই কিউবার গুজমান লোপেজের মুখোমুখি হবেন তিনি। 

টোকিও অলিম্পিকের পদকজয়ীকে হারানোর পর আত্মবিশ্বাসের দিক থেকেও ভিনেশ এখন অনেকটা এগিয়ে। এছাড়াও কোয়ার্টারে ওকসানার বিরুদ্ধে দাপুটে জয়ও তাঁর মনোবল অনেকটাই বাড়িয়েছে। এর আগে দুবার অলিম্পিক্সে এলেও পদক জেতা হয়নি। গতবছর কুস্তি থেকে বিরতি নিয়েছিলেন ব্রিজ ভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে। এবার তাই দেশকে গর্বিত করে বার্তা দিতে মুখিয়ে রয়েছেন এই তারকা কুস্তিগির।

একুশে সংবাদ/ এস কে  

Link copied!