AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেকর্ড জুটিতে দ্বিতীয়বারের মত টেস্ট জিতলো আয়ারল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫০ পিএম, ২৮ জুলাই, ২০২৪
রেকর্ড জুটিতে দ্বিতীয়বারের মত টেস্ট জিতলো আয়ারল্যান্ড

১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে ২১ রানে পঞ্চম উইকেট পতনের পর ষষ্ঠ উইকেট জুটিতে ৯৬ রানের যোগ করে জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডকে ঐতিহাসিক জয়ের স্বাদ দিলেন দুই ব্যাটার লকান টাকার ও এন্ডি ম্যাকব্রিন। সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিন আয়ারল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। 

টেস্ট ইতিহাসে নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল আয়ারল্যান্ড। ২০১৮ সালে অভিষেক টেস্টের পর এ বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল  আইরিশরা।

বেলফাস্টে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন আয়ারল্যান্ডকে ১৫৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় সফরকারী জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার তোপে পড়ে দিন শেষে ৩৩ রান তুলতেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। ম্যাচটি জিততে টেস্টের বাকী দু’দিনে ৫ উইকেট হাতে নিয়ে ১২৫ রান দরকার পড়ে আইরিশদের।

টাকার ৯ ও ম্যাকব্রিন ৪ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেন। জিম্বাবুয়ের বোলারদের দারুনভাবে সামলে নিয়ে দলের রান ১শ পার করেন টাকার ও ম্যাকব্রিন। দলীয় ১১৭ রানে টাকারকে বোল্ড করে জিম্বাবুয়েকে খেলার ফেরার পথ দেখান পেসার ব্লেসিং মুজারাবানি। ম্যাকব্রিনের সাথে ষষ্ঠ উইকেটে ১১৮ বলে ৯৬ রান যোগ করেন টাকার। টেস্টে ষষ্ঠ উইকেটে আয়ারল্যান্ডের এটিই সর্বোচ্চ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা টাকার ১০টি চারে ৬৪ বলে ৫৬ রান করেন।

টাকার ফেরার পর মার্ক অ্যাডায়ারকে নিয়ে ৬৪ বলে অবিচ্ছিন্ন ৪১ রান যোগ করে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন ম্যাকব্রিন। টেস্টে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া  ম্যাকব্রিন ৫টি চারে ৮২ বলে অপরাজিত ৫৫ রান করেন। ৪টি বাউন্ডারিতে ২৪ রানে অপরাজিত থাকেন অ্যাডায়ার। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ৫৩ রানে ৪ উইকেট নেন।
দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান ও ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ম্যাকব্রিন।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!