AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অলিম্পিকে খেলার জন্য আঙুল কেটে ফেললেন ডউসন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৩ পিএম, ২৬ জুলাই, ২০২৪
অলিম্পিকে খেলার জন্য আঙুল কেটে ফেললেন  ডউসন

আজ থেকে অলিম্পিক গেমস শুরু হচ্ছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত এই টুর্নামেন্টে খেলার জন্য বিশ্বের অসংখ্য ক্রীড়াবিদ অপেক্ষায় থাকেন। অলিম্পিকে অংশ নিতে প্রত্যেকেই সর্বোচ্চটা নিঙরে দেন। তবে ম্যাথিউ ডউসন যা করেছেন, তা সহজে কেউ করতে পারবেন না।

অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হকি দলের খেলোয়াড় ম্যাথিউ ডউসন। চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর তিনি জানতে পারেন, চোট সারতে দীর্ঘ সময়ের প্রয়োজন।

কিন্তু দলের সঙ্গে প্যারিস অলিম্পিকে যোগ দেয়ার জন্য মরিয়া ছিলেন ডউসন। সেজন্য আঙুলটাই কেটে ফেলেছেন তিনি।

৩০ বছর বয়সী ডউসন পার্থে অনুশীলনের সময় ডানহাতের আঙুলে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে জানান যে, সেরে উঠতে যেমন সময়ের প্রয়োজন তাতে তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলতে যেতে পারবেন না।

ডউসনের সতীর্থ আরান জালেউস্কি জানিয়েছেন, ‘দল কিছুটা ধাক্কা খেয়েছে। আমরা আসলে জানি না কী চিন্তা করব। তখন আমরা জানতে পারলাম তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং নিজের আঙুল কেটে ফেলেছেন। আমরা তার সঙ্গে আছি। তার সিদ্ধান্তকে সমর্থন করছি।’

তিনি আরো বলেন, ‘যখন জীবনের সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করবেন, তখন সিদ্ধান্ত নেয়া আপনার জন্য সহজ হবে। গত সোমবার আমরা একটি ম্যাচ খেলেছিলাম এবং তাকে পুরোপুরি সুস্থ দেখেছি। আশা করছি পুরো আসরে আমাদের সঙ্গে খেলতে পারবে।’


একুশে সংবাদ/ এস কে


 

 

Link copied!