AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ নান্দ্রে বার্গার-দি‍‍`জর্জি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১১ পিএম, ২৭ মার্চ, ২০২৪
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ নান্দ্রে বার্গার-দি‍‍`জর্জি

মঙ্গলবার প্রকাশিত হয়েছে আসন্ন মৌসুমের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা। তালিকায় রয়েছে বেশ কিছু চমক। নতুনরা যেমন জায়গা পেয়েছেন তালিকায় তেমন বেশ কিছু পুরনো জনপ্রিয় ক্রিকেটার বাদ পড়েছেন। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন পেসার নান্দ্রে বার্গার। যিনি ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। পাশাপাশি প্রথমবার জায়গা টপ অর্ডার ব্যাটার টোনি দা জর্জি। তবে আগামী মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এনরিখ নরকিয়া, মীগর মতন তারকারা।  

মঙ্গলবার ঘোষণা হয়েছে এই কেন্দ্রীয় চুক্তির তালিকা। ২০২৪-২৫ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আরও একটি বদল এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। কমানো হয়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা। ২০ থেকে কমিয়ে তা করা হয়েছে ১৮‍‍`তে। এক মৌসুমে বাদ পড়ার পরে ফের একবার এই তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার আন্দিলে ফেলুকায়ো।

উল্লেখ্য এই মৌসুমের মাঝপথে দুরন্ত পারফরম্যান্স করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। গত ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা কোয়েটজি এবারও কেন্দ্রীয় চুক্তিতে তার জায়গা ধরে রেখেছেন। গত বছর ওডিআই বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন ডি‍‍`কক। টেস্ট থেকে তিনি আগেই অবসর নিয়েছিলেন। এবার তিনি স্বাভাবিক কারণেই বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে।

পাশাপাশি ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডিন এলগার। ফলে স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় চুক্তিতে নেই ডিন এলগারও। ঘটনাচক্রে গত বছরের সেপ্টেম্বরে চোট পান এনরিখ নরকিয়া। এরপর থেকে দেশের ২২ গজে আর খেলতে দেখা যায়নি তাকে। চলতি মাসের শুরুতে যদিও মাঠে ফিরেছেন তিনি। ফিট থাকলে এবং ফর্মে থাকলে আসন্ন টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলতে পারেন তিনি। তবে আসন্ন মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। এছাড়াও সিসান্ডা মাগালা, ওয়েন পার্নেল এবং টপ অর্ডার ব্যাটার কিগান পিটারসেন বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে।

এক নজরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা:

তেম্বা বাভুমা, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, টনি দি‍‍`জর্জি, বিয়র্ন ফোরটান, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মার্ক্রাম, ত্রিস্তান স্টাবস, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি। 

একুশে সংবাদ/এস কে

 

Link copied!