বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড।
আজ লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আবাহনী ৮ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ৬ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন তানভীর। ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী।
নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ রানের সূচনা করে ব্রাদার্স। সপ্তম ওভারে ব্রাদার্সের উদ্বোধনী জুটি ভাঙ্গেন তানভীর। প্রথম উইকেট শিকারের পর ভয়ংকর রূপ নেন তানভীর।
তানভীরের সাথে ব্রাদার্সকে চেপে ধরেন পেসার আল ফাহাদ ও বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। ফলে ২১ দশমিক ৩ ওভারে ৭১ রানে অলআউট হয় ব্রাদার্স। উদ্বোধনী জুটির ভালো শুরুর পর ৩৮ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় ব্রাদার্স।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন রহমতুল্লাহ আলি। এছাড়া আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি।আবাহনীর তানভীর ৬ ওভারে ৩ মেডেনে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন। ফাহাদ ও রাকিবুল ২টি করে উইকেট নেন।
জবাবে ১২তম ওভারের তৃতীয় বলে জয়ের বন্দরে পৌঁছে আবাহনী। দুই ওপেনার নাইম শেখ ৩০ ও সাব্বির হোসেন ২ রান করে আউট হলেও আবাহনীর জয় নিশ্চিত করেন এনামুল হক বিজয় ও আফিফ হোসেন। এনামুল ৭ ও আফিফ ২৩ রানে অপরাজিত থাকেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :