AB Bank
ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা, আছেন মাহমুদউল্লাহ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৩২ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা, আছেন মাহমুদউল্লাহ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লার রিয়াদ।তবে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে।


আজ (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।

 

আগামীকাল  ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে আগামী ২৯ সেপ্টেম্বর  গুয়াহাটিতে শ্রীলংকা এবং  ২ আগস্ট শ্রীলংকার বিপক্ষে  দ’ুটি  প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ধর্মশালায়  ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ^কাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন  বাংলাদেশ।

 

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল (বুধবার)। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে ইতোমধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে দল ঘোষণা  করলো বাংলাদেশ।

 

dhakapost

বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজীদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

 

একুশে সংবাদ/স ক

Link copied!