এশিয়ান গেমসের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-হংক। চীনের হাংঝুর জিজিয়াং প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের পাশের মাঠে শেষ চারে ওঠার লড়াইয়ের জন্য প্রস্তুত হন দুই দলের মেয়েরা। তবে বৃষ্টি বাধায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। আর তাতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে টাইগ্রেসরা।ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
এদিন খেলা শুরু হওয়ার ঘন্টাখানেক আগে থেকেই কাভার দিয়ে ঢেকে ফেলা হয়েছিল পিচসহ আউটফিল্ডের বেশকিছু অংশ। গুড়ি গুড়ি বৃষ্টি চলমান থাকায় আম্পায়াররা একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করেন। কিন্তু বৃষ্টি না থামায় দুই ঘন্টা পর খেলা বাতিল করতে বাধ্য হন। এতে এশিয়ান গেমসের সেমিতে পৌঁছে গেছে লাল-সবুজের জার্সিধারীরা।
কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, নকআউটের কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র্যাংকিংয়ে আগে, তারাই পরের পর্বে যাবে। বাংলাদেশ টি-২০ বিশ্ব র্যাংকিংয়ের নবম স্থানে আছে। আর প্রতিপক্ষ হংকং আছে ২২তম স্থানে। যার কারণে সেমিতে জায়গা করে নেয় টাইগ্রেসরা।
এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে বৃষ্টি নামলে ভারত-মালয়েশিয়ার ম্যাচটিও পরিত্যক্ত হয়। ফলে র্যাংকিংয়ে এগিয়ে থেকে টুর্নামেন্টের সেমিতে পৌঁছায় হারমানপ্রীতরা।
আগামী ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। সেদিনও যদি বৃষ্টি হয় বাংলাদেশের কপাল পুড়তে পারে। গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী বৃষ্টি বা অনাকাঙ্খিত কারণে খেলা না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি জয়ী হয়ে পরবর্তী পর্বে খেলবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :