AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলতি মৌসুমেই মাঠে নামার আশা করছেন পিএসজি গোলরক্ষক রিকো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৪ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
চলতি মৌসুমেই মাঠে নামার আশা করছেন পিএসজি গোলরক্ষক রিকো

চলতি মৌসুমেই মাঠে নামার আশা করছেন অশ্বারোহনের সময় দুর্ঘটনায় আহত প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) গোলরক্ষক সার্জিও রিকো। ঘোড়ায় চড়তে গিয়ে গুরুতর আহত হওয়ার মাত্র চার মাস পর গতকাল শনিবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন এই স্প্যানিশ ফুটবল তারকা।

 

দূর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যাওয়া এই গোল রক্ষক দুর্ঘটনার তিন মাস পর গত আগস্টে সেভিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পান। পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘ আগামী ২২ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা করা হবে। দেখা হবে সুস্থ হওয়ার সঠিক পথে  আছি কিনা। আশা করছি একটি ভালো খবর পাব এবং ডাক্তার আমাকে স্বাধীনভাবে খেলাধুলা বা এ জাতীয় কিছু করার অনুমতি দিবে, যার সুবাদে আমি দ্রুত পিএসজিতে ফিরতে পারব।

 

আমি শেষ পর্যন্ত এটাই চাই এবং আমার লক্ষ্য চলতি মৌসুম শেষ হবার আগেই দলে ফিরে যাওয়া।’

 

দূর্ঘটনার পর ২৮ মে ভির্জেন দেল রোসিও হাসপাতালে ভর্তি হন রিকো। বেশ কয়েকদিন কোমায় থাকার পর ৫ জুলাই পর্যন্ত নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি।


একুশে সংবাদ/স ক 

Link copied!