AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেড়েই চলছে মিয়ামির ফলোয়ার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১০ পিএম, ৮ জুন, ২০২৩
বেড়েই চলছে মিয়ামির ফলোয়ার

লিওনেল মেসির ওজন যে কত তা আগেই টের পেয়েছে পিএসজি। ২০২১ সালে মেসি যোগ দেয়ার পর ফরাসি ক্লাবটির জার্সি বিক্রি বেড়ে যায়। সেই সঙ্গে বৃদ্ধি পায় সোশ্যাল মিডিয়ায় পিএসজির অনুসারী সংখ্যাও।


আবার বিশ্বকাপজয়ী অধিনায়ক ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচ খেলার পর এক ধাক্কায় ক্লাবটির অনুসারী সংখ্যা কমে ৮ লাখ। সেই মেসি গতকাল যখন নিজের নতুন গন্তব্যের নাম ঘোষণা করেন তখনও ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়া পাল্টায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্টার মায়ামির অনুসারী সংখ্যা বাড়ছে হু হু করে।


বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দেন মেসি। ফুটবল খুদে জাদুকরের ঘোষণাটি দেয়ার আগে ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারী সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। ‘মার্কা’ জানিয়েছে, মেসির ঘোষণার চার ঘণ্টার মধ্যে ইনস্টায় ১৩ লাখ অনুসারী পায় মায়ামি।


শুধু কি ইনস্টায়? টুইটারে পাঁচ মিনিটে ইন্টার মিয়ামির ফলোয়ার বেড়ে যায় ৭০ হাজার। মেসি নতুন গন্তব্যের ঘোষণার আগে টুইটারে মিয়ামির ফলোয়ার ছিল ১ লাখ ৯০ হাজার। সেখানে পাঁচ মিনিট পর তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৬০ হাজার। বর্তমানে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দেয়ার পর পেরিয়েছে ১৪ ঘণ্টা। এ সময়ে টুইটারে ফলোয়ার বেড়েছে ২ লাখ ১১ হাজার।


স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই ফুটবল বিশ্বের ওপর এতটা প্রভাব রাখতে পেরেছেন। এ ব্যাপারে মেসির সঙ্গে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোরই তুলনা চলে বলেও জানায় তারা।

 

ইন্টার মায়ামির ইনস্টাগ্রামে চোখ রাখলে পার্থক্যটা বোঝা যায়। আজ এ প্রতিবেদন (দুপুর সাড়ে ৩টায়) লেখা পর্যন্ত ইনস্টায় মিয়ামির অনুসারীসংখ্যা ছিল ৪৭ লাখ। অর্থাৎ, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে মেসি ঘোষণা দেয়ার পর এই ১৪ ঘণ্টায় মিয়ামির অনুসারীসংখ্যা বেড়েছে প্রায় ৩৭ লাখ।


এর আগে মেজর লিগ সকারের দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অনুসারীসংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় ১৪ লাখ। কিন্তু মেসির এক ঘোষণার পর ইনস্টায় এমএলএসের ক্লাবগুলোর মধ্যে অনুসারীসংখ্যায় মিয়ামি ভূমিধ্বস জয় পেয়েছে!

 

একুশে সংবাদ.কম/সম 

Link copied!