AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৩-২৪ মৌসুমে উয়েফার টুর্নামেন্টগুলোতে খেলবে যারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৩ পিএম, ৬ জুন, ২০২৩
২০২৩-২৪ মৌসুমে উয়েফার টুর্নামেন্টগুলোতে খেলবে যারা

ইউরোপকে ক্লাব ফুটবলের তীর্থ বলা হয়ে থাকে। যেখানে বিশ্বের সেরা তারকারা বছর জুড়ে দাপিয়ে বেড়ান মাঠ। চার বছর পরপর বিশ্বকাপ ছাড়া বাকিটা সময় ফুটবলপ্রেমীরা ইউরোপের শীর্ষ লিগগুলোতে বুঁদ হয়ে থাকেন। সাধারণত আগস্টে শুরু হয়ে মে মাসে শেষ হয় লিগ মৌসুম।

 

এরই মধ্যে শেষ হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা। চ্যাম্পিয়ন ক্লাবগুলো শিরোপা উঁচিয়ে উৎসবও সেরে নিয়েছে। এছাড়া নিশ্চিত হয়ে গেছে কারা খেলবে আগামী মৌসুমে উয়েফার বিভিন্ন স্তরের প্রতিযোগিতা তথা- চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে।


এছাড়া কারা অবনমিত হয়ে আগামী মৌসুমে খেলবে নিচের স্তরের লিগে, নিশ্চিত হয়ে গেছে সেটাও। চলুন এক নজরে দেখে নেই ইউরোপের সেরা পাঁচ লিগের চ্যাম্পিয়নদের। আর জেনে নেই কারা খেলবে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোয়।

 

ইংলিশ প্রিমিয়ার লিগ


ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা এবার হয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে। তবে মৌসুম শেষের আগ পর্যন্তও এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলায় চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। বরং ঘুরে দাঁড়িয়ে ম্যানসিটি লিগ জয়ের হ্যাটট্রিক করেছে। এখন তারা রয়েছে ট্রেবল জয়ের পথে।

 

চ্যাম্পিয়ন: ম্যানচেস্টার সিটি।


চ্যাম্পিয়ন্স লিগে খেলবে: ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড।

ইউরোপা লিগে খেলবে: লিভারপুল, ব্রাইটন।


কনফারেন্স লিগে খেলবে: অ্যাস্টন ভিলা।

 

লা লিগা


৮ পয়েন্টের ব্যবধানে লা লিগায় শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ২০১৯ সালের পর পুনরায় লিগ শিরোপা জিতেছে লা লিগার দ্বিতীয় সফলতম দলটি।

চ্যাম্পিয়ন: বার্সেলোনা।


চ্যাম্পিয়ন্স লিগে খেলবে: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)।

 

ইউরোপা লিগে খেলবে: ভিয়ারিয়াল, রিয়াল বেতিস।


কনফারেন্স লিগে খেলবে: ওসাসুনা।

বুন্দেসলিগা


বুন্দেসলিগায় এবার শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে। শেষ পর্যন্ত গোল ব্যবধানে বরুশিয়াকে পেছনে ফেলে টানা ১১তম শিরোপা জিতেছে বায়ার্ন।

চ্যাম্পিয়ন: বায়ার্ন মিউনিখ।


চ্যাম্পিয়ন্স লিগে খেলবে: বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ, ইউনিয়ন বার্লিন।

ইউরোপা লিগে খেলবে: এসসি ফ্রেইবুর্গ, বেয়ার লেভারকুসেন।


কনফারেন্স লিগে খেলবে: আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

ইতালিয়ান সিরি আ


সিরি আ‍‍`য় দীর্ঘ ৩৩ বছর পর লিগ শিরোপা ঘরে তুলেছে নাপোলি। লাৎসিওকে ১৬ পয়েন্ট পেছনে ফেলে শিরোপা জিতেছে তারা।

চ্যাম্পিয়ন: নাপোলি।


চ্যাম্পিয়ন্স লিগে খেলবে: নাপোলি, লাৎসিও, ইন্টার মিলান, এসি মিলান।

ইউরোপা লিগে খেলবে: আটালান্টা, রোমা।


কনফারেন্স লিগে খেলবে: জুভেন্টাস।

লিগ ওয়ান


লিগ ওয়ানে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে পিএসজি। লেন্সকে ১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছে তারা। বাকি চার লিগ থেকে চারটি করে দল চ্যাম্পিয়ন্স লিগে ও দুটি দল ইউরোপা লিগে জায়গা পেলেও লিগ ওয়ান থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা পায় দুটি দল। পয়েন্ট তালিকার তৃতীয় দলটিকে খেলতে হয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নেয়ার কোয়ালিফায়ার।

চ্যাম্পিয়ন: পিএসজি।


চ্যাম্পিয়ন্স লিগে খেলবে: পিএসজি, লেন্স, মার্শেই (চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার)।

ইউরোপা লিগে খেলবে: রেনে।


কনফারেন্স লিগে খেলবে: এলওএসসি।

 

একুশে সংবাদ.কম/সম

Link copied!