AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসি-এমবাপ্পে রাতে শিরোপার আরও কাছে পিএসজি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৫ পিএম, ২২ এপ্রিল, ২০২৩

মেসি-এমবাপ্পে রাতে শিরোপার আরও কাছে পিএসজি

মেসি-এমবাপ্পের যুগলবন্দীতে ফ্রেঞ্চ লিগওয়ানে অঁজির বিপক্ষে জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। যদিও লিগ টেবিলের তলানির দল অঁজির বিপক্ষে আশানুরূপ দাপট দেখাতে পারেনি পিএসজি।

 

শেষ দিকে একটি গোল হজম করে উল্টো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে। অবশ্য শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি, জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।

 

শুক্রবার (২১ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে পিএসজি ম্যাচটি জিতেছে ২-১ গোলে। পিএসজির দুটি গোলই করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ দিকে ব্যবধান কমান সাদা চুক।

 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। খেলার ৯ মিনিটের সময় মেসির বাড়ানো বল হুয়ান বের্নাত প্রথম টোকায় ছয় গজ বক্সের মুখে এমবাপ্পেকে দিলে বাঁ পায়ের ভলি করার চেষ্টায় প্রথম দফায় ব্যর্থ হলেও নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন তিনি।

 

২১তম মিনিটে এমবাপের ব্যাকহিলে বাড়ানো বল বক্সে ফাঁকায় পেয়ে যথেষ্ট দ্রুত শট নিতে পারেননি মেসি। শরীর ঘুরিয়ে তার নেয়া শট পা বাড়িয়ে রুখে দেন ডিফেন্ডার কামারা।

 

তবে ২৬তম মিনিটে আর এমবাপ্পেকে থামাতে পারেনি অঁজে গোলরক্ষক। মাঝমাঠের আগে থেকে মেসির রক্ষণচেরা থ্রু নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান কাতারে গোল্ডেন বুটজয়ী তারকা।


সেই সঙ্গে লিগ ওয়ানে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যে এগিয়ে গেলেন ফ্রান্সের নতুন অধিনায়ক। আসরে তার গোল হলো ২২টি।

 

এমবাপ্পের দ্বিতীয় গোলে সহায়তা করে মেসি ফ্রেঞ্চ লিগে একটি কীর্তির ছোট্ট তালিকায়ও নিজের নামটি লিখিয়ে নেন। ২০০৬–০৭ মৌসুমের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানের এক মৌসুমে কমপক্ষে ১৫টি গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। এর আগে এই তালিকায় ছিলেন এডেন হ্যাজার্ড (২০ গোল, ১৬ অ্যাসিস্ট) ও এমবাপ্পে (২৮ ও ১৭)।

 

২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা অব্যাহত রাখে তারা। কিন্তু গোল আর বাড়াতে পারেনি। উল্টো নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন সাদা চুক। বাইলাইন থেকে সতীর্থের হেড কাটব্যাকে বল পেয়ে হেডেই জালে পাঠান সেনেগালের এই মিডফিল্ডার।

 

তবে বাকি সময়ে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে তারা এগিয়ে গেল আরেক ধাপ।

 

৩২ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

 

একুশে সংবাদ.কম/চ২৪/সম 

Shwapno
Link copied!