ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

তামিমের পর লিটনের বিদায়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫৪ পিএম, ১৮ মার্চ, ২০২৩
তামিমের পর  লিটনের বিদায়

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ না হতেই আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-২০ ও একটি টেস্ট খেলবে সফরকারীরা।

 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এ ম্যাচে টাইগার শিবিরে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।

 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস। প্রথম দুই ওভারে দুজনে যোগ করেন ১৫ রান। তবে তৃতীয় ওভারে বাধে বিপত্তি। এ সময় মার্ক আদাইরের বলে স্লিপে ধরা পড়েন ৩ রান করা তামিম।
 

এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়েছে টাইগাররা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেটে ৫০ রান।
 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়।

 

এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে এ পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওআয়ারল্যান্ড। এর মধ্যে ৭টিতে জয় ও দুটিতে হেরেছে টাইগাররা। বাকি এক ম্যাচের কোনো ফলাফল হয়নি।

একুশে সংবাদ/সম