AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টসে হেরে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:০৪ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
টসে হেরে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স আর ঢাকা ডমিনেটর্স। মিরপুরে এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে রংপুরের।টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ নাসির হোসেনের ঢাকা প্রথমে ব্যাট করবে।

 

রংপুর আজ (৩ ফেব্রুয়ারি) জিতলেই চলমান নবম বিপিএল আসরের সেরা চার দল বেশ আগেভাগেই নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে হাতে ম্যাচ থাকা সত্ত্বেও বাদ পড়ে যাবে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।অন্যদিকে ঢাকার আজ জয় প্রয়োজন নিজেদের বিপিএলে টিকে থাকার স্বার্থে। রংপুরের বিপক্ষে আজ হারলেই বিপিএলের স্বপ্ন শেষ হয়ে যাবে নাসির হোসেনের ঢাকার।

 

হারলেই বাদ এমন ম্যাচে এসে টসেও হেরেছেন নাসির। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে নাসিরের ঢাকা টসে হেরে আগে ব্যাটিং করতে নামবে।

 

এই ম্যাচে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙেনি রংপুর। অন্যদিকে ঢাকার একাদশে পরিবর্তন এসেছে। উসমান গণির বদলে একাদশে এসেছেন মোহর শেখ অন্তর।

 

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মোহাম্মদ আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আমির হামজা, আবদুল্লাহ আল মামুন।

 

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।


একুশে সংবাদ/আর টি/সম 

Link copied!