AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফে ডেজার্ট ভাইপার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫০ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৩
হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফে ডেজার্ট ভাইপার্স

এমআই এমিরেটসের কাছে আগের ম্যাচে বিব্রতকর ব্যাটিংয়ে ১৫৭ রানে হেরেছিল ডেজার্ট ভাইপার্স। মঙ্গলবার শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে স্কোরবোর্ড জমাতে পারেনি। পুঁজি ১৪৮ রানের। তবে শারজার মন্থর উইকেটে পার্থক্য গড়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২২ রানে ষষ্ঠ জয়ে আইএল টি-টোয়েন্টির প্লে অফ নিশ্চিত করেছে ডেজার্ট।

 

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডেজার্ট। আর এক পয়েন্ট পেলে লিগ পর্বে সেরা দুইয়ে থাকা নিশ্চিত তাদের। সমান খেলে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে শারজা।

 

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো হয়নি ডেজার্টের। ১৪তম ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৮০ রান। তবে স্যাম বিলিংস ও বেনি হাওয়েলের ব্যাটে দলীয় স্কোর ১৪৮ হয়। হাওয়েল ২৩ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২৩ বলে ২৭ করেন বিলিংস।

 

ডেজার্টের ৬ উইকেটের মধ্যে দুটি করে নিয়েছেন শারজার বোলার মোহাম্মদ জাওয়াদউল্লাহ ও নুর আহমেদ।

 

লক্ষ্যে নেমে তুলনামূলক ভালো অবস্থানে ছিল শারজা। ২ উইকেটে ৫০ রান হয়েছিল তাদের। তবে হাসারাঙ্গা বল হাতে নিয়ে মোড় ঘুরিয়ে দেন। টানা তিন ওভারে মার্কাস স্টয়নিস, অ্যাডাম হোস ও মোহাম্মদ নবীকে ফেরান লঙ্কান স্পিনার। ১৩তম ওভারে ৬৫ রানে নেই ৬ উইকেট।হাসারাঙ্গার ঘূর্ণিতে প্লে অফ নিশ্চিত করলো  ডেজার্ট ভাইপার্স।

 

পল ওয়াল্টার (২৭) ও নুর আহমেদ (২৩) সপ্তম উইকেটে প্রতিরোধ গড়লেও রান রেট কমতে থাকে। দুজনকেই ফেরান লুক উড। ৮ উইকেটে ১২৬ রানে থামে শারজা।

 

হাসারাঙ্গা ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা। ২০ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান উড।
 

একুশে সংবাদ/ সম 

Link copied!