AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে বিদায়, সব দায়ভার নিজের ঘাড়ে নিলেন এনরিকে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:১৮ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২
বিশ্বকাপে বিদায়, সব দায়ভার নিজের ঘাড়ে নিলেন এনরিকে

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে পেনাল্টিতে হেরে বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে স্পেন। মঙ্গলবার রাথে এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি থেকে এখনো যেন বেরিয়ে আসতে পারছে না স্প্যানিশরা। দলের এই পরাজয়ের সব দায়ভার নিজের ঘাড়ে নিয়েছেন কোচ লুইস এনরিকে। 


যদিও পুরো ম্যাচে স্পেনেরই আধিপত্য ছিল। লম্বা সময় ধরে মরক্কোকে শুধুমাত্র নিজেদের ঘর সামলাতেই দেখা গেছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও ম্যাচটি গোলশুন্য ড্র থাকার পর ভাগ্য নির্ধারনের জন্য টাই ব্রেকারের প্রয়োজন হয়। স্পেনের দুটি শট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

 

 আরেকটি শট পোস্টে লেগে ফেরত আসে। এরপর আচরাফ  হাকিমির গোলে আফ্রিকান দলটির জয় নিশ্চিত হয়। 
ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘সব দায়িত্ব আমার। প্রথম তিনটি পেনাল্টি কে মারবে তা আমিই পছন্দ করে দিয়েছিলাম।

 

 আমি মনে করেছিলাম এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদেরই আগে মারতে দেই। আমাদের চতুর্থ খেলোয়াড় শট মারারই সুযোগ পাননি। বোনো সত্যিকার অর্থেই দারুন একজন গোলরক্ষক। প্রতিটি শটেই সে সঠিক দিকেই ডাইভ দিয়েছে।’

 

একুশে সংবাদ/এসএস

Link copied!