AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২১ পিএম, ৪ নভেম্বর, ২০২২
আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২২)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের পুর্নাঙ্গ বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

 

গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সারা দেশে আয়োজিত আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ‘২২) এর মাধ্যমে এই ৬ জনকে নির্বাচন করা হয়েছে।

 

২০১৫ সাল থেকে প্রতি বছর দেশে এই অলিম্পিয়াডটি আয়োজিত হয়ে আসছে। এবছর ছিল এর অষ্টম আয়োজন। দীর্ঘ প্রচার-প্রচারণা, ৪টি আঞ্চলিক পর্ব, অনলাইনে ই-অলিম্পিয়াড, ৪টি স্কুল অলিম্পিয়াড, জমজমাট জাতীয় পর্ব ও ক্যাম্প আয়োজনের পর নির্বাচন করা হয়েছে এই ৬ জন শিক্ষার্থীকে।

 

এবারের আইজেএসও দলের সদস্যরা হলো- খুলনা জিলা স্কুলের এস. এম. আব্দুল ফাত্তাহ (১০ম শ্রেণি) ও কাজী নাদিদ হোসেন (১০ম শ্রেণি), কুমিল্লা জিলা স্কুলের রিয়াজুস সালেকীন সামীন (১০ম শ্রেণি), ঢাকার ডিপিএস এসটিএস স্কুলের মো: ফাইয়াজ সিদ্দিকী (৮ম শ্রেণি), উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মো: আজমাঈন আদিব (৯ম শ্রেণি) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাফিস নূর তাস্বীন (৯ম শ্রেণি)। এরাই ডিসেম্বরে কলম্বিয়া অনুষ্ঠেয় ১৯ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২২) এ বাংলাদেশর হয়ে অংশগ্রহণ করবে।

 

আইজেএসও-২০২২ বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্যবিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সেলর ও ইউনিভার্সিটি অব ওয়াওমিং এর পিএইচডি গবেষক ইবরাহিম মুদ্দাসসের ও তাসনিম আরা।

 

বাংলাদেশে পুরো আয়োজনটির সমন্বয়ক হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির মাহমুদ মীম ও একাডেমিক সমন্বয়ক হিসেবে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান। এছাড়াও বাংলাদেশ দলের ৬ জনকে সারাদেশ থেকে খুঁজে বের করতে এই অলিম্পিয়াডে কাজ করেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির শত শত স্বেচ্ছাসেবক।

 

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির এই স্বেচ্ছাসেবকরাই আগামী এক মাস আইজেএসও দলের প্রস্তুতির জন্য ক্যাম্প আয়োজন করবে। সাথে মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

 

এবছর বিডিজেএসও-২০২২ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

 

এছাড়া সহযোগি হিসেবে রয়েছে প্রথম আলো ও ম্যাসল্যাব, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোরআলো। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে।

 

একুশে সংবাদ/প্রে.রি/পলাশ

Link copied!