AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তকে ওপেনিয়ে চান হাবিবুল বাশার


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৩ পিএম, ৬ অক্টোবর, ২০২২
শান্তকে ওপেনিয়ে চান হাবিবুল বাশার

নিউজিল্যান্ডে আগামীকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন দুই প্রতিপক্ষ পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলতে পারায় দারুণ খুশি টাইগাররা। সন্দেহ নেই প্রস্তুতি পর্বটা দারুণ হতে যাচ্ছে।

 

জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমনও মনে করেন কিউই কন্ডিশনে ম্যাচ খেলাটা অস্ট্রেলিয়া বিশ্বকাপে বেশ উপকার করবে। গতকাল (৫ অক্টোবর) ঢাকায় ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে এই নির্বাচক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই জানিয়েছেন, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।


বাশার বলেন, ‘একটা ভালো সুবিধা যে কন্ডিশন কিছুটা একই পেয়েছি আমরা। আমাদের যাদের সঙ্গে খেলা হচ্ছে কঠিন প্রতিপক্ষ। দু দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের হয়তো এই বিশ্বকাপ জেতার অনেক বড় সুযোগ আছে। একটা ভালো সিরিজ খেলেই কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হবে। আশা করছি আমরা ভাল খেলব, যদি ভাল খেলতে পারি সেটা বিশ্বকাপে হেল্প করবে।’

 

দলের হয়ে ওপেনিংয়ে খেলবেন কে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’

 

বাশার আরও যোগ করেন, ‘শেষ সুযোগ আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করানো যায় কী না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কীনা। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’

 

একুশে সংবাদ/এসএস

Link copied!